Responsive Advertisement

এন্ড্রয়েড ফোনের দশটি ফিচার সম্পর্কে জানুন

আজকাল সবাই পৃথিবীতে মোবাইল ফোন ব্যবহার করে। এমন কোন মানুষ পাওয়া যাবেনা যে এখন পর্যন্ত কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি।
যদিও আমরা মোবাইল ফোন ব্যবহার করি তবুও আমরা মোবাইল ফোনের অনেক ফিচার সম্পর্কে কিছুই জানিনা। 
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু ফোনে কথা বলা এবং গান শোনা ছাড়া আর কোন কিছু জানে না। 

আমার এই আর্টিকেলটি তাদের জন্য শুধুমাত্র যারা মোবাইল ফোন সম্পর্কে আগ্রহি আর তারা জানতে চায় মোবাইল ফোনের নতুন নতুন ফিচার গুলো সম্পর্কে। 

আজকে আমি আপনাদেরকে জানাবো মোবাইল ফোনের ১০ টি ফিচার সম্পর্কে। এই ফিচারগুলি আপনার প্রতিদিনের কাজগুলুকে আরো সহজ করে তুলবে।

১.ওয়াইফাই শেয়ার এবং QR কোড রিডার
 ধরুন আপনার বাসায় কোন মেহমান আসল।অথবা আপনার কণ বন্ধু বান্ধব এসেছে।বন্ধু এসেই আপনার ওয়াইফাই এর পাসউয়ার্ড চাইল।

এক্ষেত্রে দেখা গেল আপনি চাচ্চেন না আপনার পাসয়ার্ড টা আপনার বন্ধুকে দিতে,কারন এতে সমস্যা হতে পারে আপনার ওয়াইফাই তে।
এই সময়ে আপনার কাছে একটা উপায় হতে পারে সবথেকে ভাল হাতিয়ার।

আপনি এই ক্ষেত্রে আপনি আপনার Passward টি qr কোড এর মাধ্যমে সেয়ার করে দিতে পারেন আপনার  ফোনে।

Post a Comment

0 Comments